Posts

Showing posts from April, 2016

অব্যাক্ত

Image
১৮৪৮ সাল। সেপ্টেম্বরের ১৩ তারিখ । সময় আনুমানিক বিকাল সাড়ে ৪ টা। যুক্তরাষ্ট্রের ভারমন্টে রুটল্যান্ড-বারলিংটন রেলপথ বসানোর কাজ বেশ ভালোভাবেই এগিয়ে চলছিল। শ্রমিকদের সেই দলে ফোরম্যান হিসাবে নিযুক্ত ছিল ফিনেস গেজ ( Phineas Gage ) । বয়স ২৫ বছর । যে সময়ের কথা বলছি সে সময়ে  রেলপথ নির্মাণের জন্য রাস্তা তৈরি করতে গানপাউডার ব্যাবহার করা হত। সেদিনেও রাস্তা তৈরির কাজ পুরোদমে চলছিল। কিন্তু একটা সমস্যা হয়ে গেল! গানপাউডার চার্জ করার সময় ভুলবশত এক দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও সবচেয়ে বেশি আঘাত পান আমাদের পরিচিত ফিনেস গেজ। গানপাউডার চার্জ করার জন্য তার হাতে যে লোহার রডটি (ওজন ছিল প্রায় ১৩.২৫ পাউন্ড!) ছিল সেটা তার বাম গালের উপর দিয়ে মাথার ভেতর প্রবেশ করে! এ ধরনের দুর্ঘটনায় আক্রান্ত ব্যাক্তিরা সাধারনত ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে, কিন্তু আশ্চর্যজনকভাবে গেজ বেঁচে যান । এবং ঘটনাস্থল থেকে নিজে উঠে দাড়া ন, তারপর শহরে ডাক্তারের কাছে যাওয়ার জন্য কথা বলতে বলতে গাড়িতে উঠে বসেন! (এ পর্যন্ত যদি পড়ে থাকেন, তাহলে অবশ্যই গাঁজাখুরি গল্প বলে মনে হতে পারে। কিন্তু, হোরেশিও, স্...