Posts

Showing posts from May, 2016

'ম' তে মোজার্ট এবং আরো কিছু

Image
পুরো নাম উলফগ্যাং অ্যামাদিউস মোজার্ট।  মৃত্যুবরণ করেন  ১৭৯১ সালের দিকে।  হঠাৎ করে  তার মৃত্যুর ২০০ বছর পরে তাকে নিয়ে হুলস্থল শুরু হয়ে গেল!  আসলে এভাবে বলাটা একটু ভুল হয়ে যায়; কেননা মোজার্ট অবশ্যই এতদিন কোনরকমের হেলাফেলার বিষয় ছিল না। কিন্তু এবার তাকে নিয়ে হইচইটা একটু বেশিই হলো। কিন্তু কেন? বলা হলো, ১৭৮১ সালের দিকে D মেজর স্কেলে কম্পোজ করা সিম্ফনি শিশুদের বুদ্ধিবৃত্তিক ক্ষমতা বাড়িয়ে দেয়।  মানুষের বুদ্ধিমত্তার উপর মোজার্টের মিউজিকের প্রভাব   “মোজার্ট ইফেক্ট”   নামে পরিচিত। আসলেই? সত্যি? ১৯৯৩ সালে "নেচার" জার্নালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার মনোবিজ্ঞানী ফ্রান্সেস এইচ . রশার এবং তার কয়েকজন সহকর্মী মিলে একটি গবেষণা প্রকাশ করেন। সেখানে তারা দাবি করেন যে, মোজার্ট মিউজিক শোনানোর মাধ্যমে মানুষের মধ্যে বিশেষ কিছু বুদ্ধিবৃত্তিক কাজে পারদর্শিতা বৃদ্ধি পায়। "এইত গবেষণায় প্রমাণ পাওয়া গেছে। আজকে থেকেই এইসব হরলিক্স, কমপ্ল্যান সব বাদ! শিশুর জন্য শুধুই দিনে তিনবেলা মোজার্ট!" উহ! যদি বলি গবেষণায় পাওয়া গেছে, যারা বাম হাত দিয়ে ডিম খায় ত...