Posts

Showing posts from September, 2016

অ্যাশ'এর কনফর্মিটি এক্সপেরিমেন্ট: আপনার মতামত কতখানি আপনার?

Image
স্ট্যাটিস্টিকস পরীক্ষা। পরীক্ষা দিচ্ছেন, কিন্তু একটা প্রশ্নের উত্তর নিয়ে আপনি নিজে সন্দিহান। আপনার উত্তরটা সঠিক কিনা বুঝতে পারছেন না! মাথা ঘুরিয়ে আপনার পাশের বন্ধুটির কাছ থেকে উত্তরটি জেনে নিলেন। দেখা গেল তার উত্তরটিও আপনার কাছে সঠিক বলে মনে হচ্ছে না। এজন্য আপনি আরেকজন বন্ধুর কাছে সেটার উত্তরটা শুনে নিলেন। আপনার এই বন্ধুটিও ঠিক আগের উত্তরটাই দিয়েছে! আপনি তো পড়লেন মহাঝামেলায়! বন্ধুদের দেওয়া উত্তরটি আপনার কাছে সঠিক বলে মনে হচ্ছে না, আবার নিজেরটাও কেমন কেমন জানি মনে হচ্ছে! শেষপর্যন্ত আপনার উত্তরটি কেঁটে দিয়ে খাতায় তাদের উত্তরটাই লিখে দিয়ে আসলেন।  কিন্তু পরে দেখলেন যে আপনার উত্তরটাই ঠিক ছিল! কি নিজেকে আহাম্মক বলে মনে হচ্ছে? বারবার মনে হফফ চ্ছে কেন এই কাজটা করলেন? কেন অন্যদের কথা শুনলেন? কেন?    এমনই কিছু প্রশ্ন হয়ত উঁকি দিয়েছিল আজ থেকে প্রায় ৬৫ বছর আগে সোয়ার্থমোর কলেজের অধ্যাপক ড. সোলোমন অ্যাশ’এর (Solomon Asch) মনের ভেতরে(তবে তার নিজের বেলায় পরীক্ষার সময় এমন কিছু হয়েছিল কিনা সেটা বলতে পারছি না)। এবং এরই পরিপ্রেক্ষিতে তিনি যে কাজটি করলেন কালের প্রভাবে সেটি জায়গা করে নিয়ে...