Posts

Showing posts from March, 2017

বিনীতা এখন কেমন আছো

Image
        আজন্ম রবীন্দ্রনাথের আবহে বেড়ে উঠা প্রজন্মের কাছে বিষ্ময়ের মত ছিল জীবনানন্দের কবিতার পাতা ফুঁড়ে উঠে আসা মহীনের ঘোড়াগুলি আর তাদের মায়াবী ডাক। ভীতু মানুষের ভীড়ে অস্থির সেই মুহূর্তটিতে ' মহীনের ঘোড়াগুলি '  একটি স্বপ্নের নাম , আবার একটি স্বপ্নভঙ্গের নাম। এবং একটি আন্দোলনের নাম। দুঃখী মানুষের শোকে কনসার্টে গান গায় কত মায়েস্ত্রো         ৭০ ' এর মাঝামাঝির উষ্ণতম দিনগুলোতে এসেছিল ,  পরিবর্তনের হাওয়া ছড়িয়ে   বয়ে এনেছিল বাংলা গানে এক নতুন ধারার সঙ্গীত। গিটার , ভায়োলিন আর সেক্সোফোন ছুঁয়ে সেই সাঙ্গীতিক পরিবর্তনের সুর পৌছে গিয়েছিল পার্কস্ট্রীটের সাহেব পাড়া থেকে কলকাতার অলিগলি পর্যন্ত। এবং কলকাতার গতানুগতিক সঙ্গীতের ধারা বদলে যাওয়ার কথা আলোচনা করতে হয় তাহলে সবার আগে ' মহীনের ঘোড়াগুলি ' র নাম বলতে হবে।   যদিও ৬০ ' এর শেষে কিংবা ৭০ ' এর শুরুতে বাংলা গানের মরণদশা ছিল না , তবুও সে সময়টাতে গতানুগতিকতার প্রভাবটা প্রবল...